Wednesday, April 5, 2017

Teletalk Dongle Offer.

Tags



বাংলাদেশের সরকারি মালিকাধিন মোবাইল ফোন অপারেটর টেলিটক সর্বপ্রথম ৩জি সেবা নিয়ে এসেছে।
এ ছাড়াও তারা ইন্টারনেট মূল্য কমানোর জন্য সর্বোপরি চিন্তা করে যাচ্ছে। সাম্প্রতি তারা তাদের গ্রাহকদের জন্য মডেম নিয়ে এসেছে Dongle নামে। নীচে তাদের মডেম সমন্ধে বিস্তারিত বলা হলঃ

# Dongle মডেমে গ্রাহকগন পোস্টপেইড ও প্রিপেইড উভয় সংযোগই ব্যাবহার করতে পারবেন।

# টেলিটক Dongle এর মূল্য ১৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

# এই ১৩৯০ টাঁকার ভিতরেই আপনি সিম পেয়ে যাবেন, অর্থাৎ পোস্টপেইড বা প্রিপেইড সংযোগ আপনি আপনার ইচ্ছা মত নিতে পারবেন।

প্রিপেইড গ্রাহকরা Dongle মডেম এর সাথে সিম ও ২ মাসের জন্য ৪ জিবি ডাটা ফ্রী পাবেন।

# এবং পোস্টপেইড গ্রাহকরা Dongle মডেম এর সাথে সিম ও ৪২০ টাঁকার ক্রেডিট লিমিট ফ্রী পাবেন।

#পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফারটি চলবে।

#এবং কোন নোটিশ ব্যাতিরেকে এই অফার টেলিটক বন্ধ করে দেয়ার অধিকার সংরক্ষন করে।


Comment Emoticon