Textile testing Method -টেক্সটাইল টেষ্টিং মেথড বুক ISO,AATCC

Textile testing Method -টেক্সটাইল টেষ্টিং মেথড বুক ISO,AATCC






যে সমস্ত ভাইয়েরা সবেমাত্র ডিপ্লোমা ইন টেক্সটাইল অথবা বি,এস,সি ইন টেক্সটাইল পাস করে বের হয়েছেন অথবা বর্তমানে বিভিন্ন মাল্টিন্যশনাল বা ফ্যাক্টরী লেবেলের টেষ্টিং ল্যাবরেটরীতে চাকুরীরত অবস্থায় আছেন তাদের জানার পরিধী বৃদ্ধি করার জন্য আমার এই কিন্চিত প্রয়াস ।

এই টেষ্টিং জগতে এমন অনেকেই আছেন বিশেষ করে লোকাল ফ্যাক্টরী লেভেলে যারা সিনিয়রের দেখে দেখে কাজ শিখে থাকেন । ঐই সিনিয়রও এক সময় তার সিনিয়রের দেখে কাজ শিখেছিলেন ।অর্থাত দেখে দেখে কাজ শেখা কিন্তু আমরা জানি

টেষ্টিং ল্যাবরেটরীতে কাজ করার জন্য স্টানডার্ড মেথড বই পাওয়া যায় ।যেখানে কোন কাজটি কিভাবে করতে হবে,কেন করতে হবে,কতটুকু পরিমান করতে হবে তা বিস্তারিত ভাবে দেয়া থাকে । এই মেথড বই গুলো আমি সংগ্রহ করেছি আপনাদের দেয়ার জন্য তবে কিছু পারিশ্রমাকের বিনিময়ে ।

আমার আশা ও বিশ্বাস এই বই গুলি আপনার চাকুরী জীবনে এবং ভাল জায়গায় চাকুরী পাওয়ার ক্ষেত্রে এবং জ্ঞানের পরিধী বৃদ্ধির জন্য অনেক বড় ভূমিকা রাখবে ।

"জানতে হলে পরতে হবে"