প্রথম পাতা > উইকি কমিউনিটি, উইকিমিটআপ, উইকিমিডিয়া কমন্স > উইকিপিডিয়ার জন্য ফটো ওয়াক (Photo Walk) ২: পুরনো ঢাকা

উইকিপিডিয়ার জন্য ফটো ওয়াক (Photo Walk) ২: পুরনো ঢাকা


মিরপুর ফটোওয়াকে অনুপ্রাণিত হয়ে আগামী ৩১শে ডিসেম্বর, ২০১০ তারিখে পুরনো ঢাকাতে “ফটোওয়াক পুরনো ঢাকা” আয়োজন করা হয়েছে। ঐ দিন সকাল ১০ টায় পুরনো ঢাকার লক্ষীবাজারস্থ শহীদ সোহরোয়ার্দী কলেজের সামনে থেকে এই ফটোওয়াক শুরু হবে। নির্দিষ্ট সড়ক ধরে ছবি তুলতে তুলতে পুনরায় লক্ষীবাজারে এসেই ফটোওয়াকটি শেষ হবে।

পুরনো ঢাকার এমন অনেক নিদর্শন কালের গর্ভে হারিয়ে গেছে, যেটুকু বাকি আছে তাই আমাদের তুলে আনতে হবে।

যতক্ষণ আলো অনুকূলে থাকবে আমাদের চেষ্টা থাকবে যত বেশী সম্ভব ছবি তোলার। এবং ছবিগুলো উইকিপিডিয়া সহ অন্যান্য প্রকল্পে ব্যবহারের জন্য উইকিমিডিয়া কমন্সে ফ্রি লাইসেন্সের আওতায় প্রকাশ করা হবে। যেহেতু শুক্রবার জুম্মার সময় কিছুটা বিরতি থাকবে, তখন নামাজিগণ নিকটস্থ মসজিদে নামাজ আদায় করে নিতে পারবেন। এরপরই থাকবে দুপুরের খাবারের বিরতি, যা নিজ খরচায় সম্পন্ন করতে হবে। বিরতির পর আবারও আমরা ছবি তোলার কাজে নেমে পরবো।

সম্ভাব্য যে সড়ক ধরে আমরা আগাবো, http://goo.gl/maps/6K6p

 

ফেইসবুক ইভেন্ট পাতা, https://www.facebook.com/event.php?eid=170995582939832

এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউই (ক্যামেরা থাকুক আর নাই থাকুক) আমাদের সাথে যোগ দেবার জন্য সাদরে আমন্ত্রিত।

  1. ডিসেম্বর 30, 2010; 1:35 অপরাহ্ন এ

    জানানোর জন্য ধন্যবাদ। 😎

  2. নভেম্বর 30, 2011; 8:04 অপরাহ্ন এ

    ভাই আসাধারণ

  1. No trackbacks yet.

এখানে আপনার মন্তব্য রেখে যান