Request edit access
মিট আপ কন্টাক্ট ফরম
সম্মানিত উদ্যোক্তা বৃন্দ, আপনাদের উদ্যেগকে এক ধাপ সামনে অগ্রসর করতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশে ই-কমার্স ব্যবসা অগ্রসর হচ্ছে মুলত হাতের কাছে না পাওয়া বিশেষ কিছু পন্যের উপর ভর করে। পন্য গুলোর মধ্যে ইন্ডিয়া থেকে আমদানী নির্ভর পন্যের সংখ্যা বেশি বলেই মনে হয়। যারা স্বল্প পরিসরে স্বল্প বিনিয়োগে ব্যবসাতে টিকে আছেন তাদের মূল লভ্যাংশ চলে যাচ্ছে মহাজন যারা বাল্ক অর্ডারে পন্য আমদানী করছেন। বর্তমানে ফেসবুক বিজ্ঞাপন খরচ বাদ দিলে ই-কমার্স ব্যবসাতে কতটা লাভ আসছে তা ব্যবসায়ি মাত্র অনুধাবন করতে পারছেন। আমরা যারা স্বল্প পুঁজির উদ্যোক্তা তারা কয়েকজনে মিলে কোন বিশেষ পন্য মাত্র এক ডজন করে অর্ডার করলেও তা বাল্ক অর্ডার হিসাবে ধরে ইন্ডিয়ান রপ্তানী কারক পন্য বাংলাদেশে সরবরাহ করতে প্রস্তুত আছে ইন্ডিয়ান হোল সেল রেট+(জি এস টি), পরিবহন। আমার বিশ্বাস যদি ১০ জন একত্রিত হয়ে ১ ডজন করে পন্য নেয়া হয় তাহলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকটাই লভ্যাংশ বেঁচে যাবে।
তাছাড়া একতা থাকলে বিজনেসে ভাল সাফল্য আসতেও বাধ্য। কারন ই-কমার্স বিজনেসে প্রোডাক্ট উপস্থাপন করবার জন্য মান সম্মত ফটোগ্রাফি ভিডিও উপস্থাপন করা আবশ্যক। প্রোডাক্ট ফটোগ্রাফির খরচ বিবেচনা করলে কোন একটি প্রোডাক্ট কম পক্ষে ১০০ পিস সেল হওয়া দরকার তবেই সেই খরচটা কম রাখা সম্ভব। ইন্ডিয়ার এমন কিছু পন্য আছে যার ফটোগ্রাফি বাংলাদেশে করলে ঐ পন্য সমুহ মানের দিক থেকে দেশের সেরা হবে নিঃসন্দেহে। সেহেতু একটা গ্রুপ বা কয়েকজনের একত্রিত প্রয়াস আবশ্যক। যদি ভালো গুনগত মানের পন্য ১০ জনে আনা হয় হয়তো কারো সেল বেশি হলো কারো কম হলো তাহলে যার কাছে পন্যটি বেঁচে যাচ্ছে তার থেকে ভালো সেলকারী সেল করতে পারবে সেক্ষেত্রে লভ্যাংশ শেয়ার করা যেতেই পারে সুবিধা জনক ভাবে। সব থেকে বড় বিষয় হচ্ছে নিজেদের কমিউনিকেট এর একটা শক্ত ভীত তৈরি হলে একটা বিশ্বাসের স্থান তৈরি হলে এটা অবশ্যই ভালো হবে বলে বিশ্বাস করি তবে অবশ্যই সততার পরিচয় আমাদের থাকতেই হবে।
তেমনি বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারী উৎপাদন কারীও আছেন যারা নিজেরা পন্য রপ্তানী করতেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আমাদের এই মিটিং দুদিনের আয়োজন হবে প্রথম দিন আমদানী পরের দিন রপ্তানি বিষয়ে আলাপ হবে। ক্ষুদ্র এবং মাঝারী উৎপাদন কারীগন এই মিটিং এ যোগদান করবেন বলে আশা রাখি। কেননা বাংলাদেশ থেকে আমরা স্বল্প পরিসরে পন্য আন্তর্জাতিক মান সমপন্ন ভাবে  রপ্তানি করতে পারলে ছোট এবং মাঝারী উদ্যোক্তগন লাভবান হবেন বলে বিশ্বাস। বড় ব্যবসায়ীদের দাপটে আমাদের ছোট উদ্যোগকে সফল করার জন্য সকলের আন্তরিকতা আবশ্যক। যে সব পন্য রপ্তানী প্রাধান্য পাবে তার বিবরন নিচের দিকে দেয়া আছে।
আমাদের এই মিট আপে উপস্থিত থাকবেন আমদানী এবং রপ্তানী কারক অনিতা সাহা, তিনি কোলকাতা থেকে আসবেন।এছাড়াও আমন্ত্রন জানানো হবে ই-ক্যাব প্রেসিডেন্ট সহ ই-ক্যাব নেতৃবৃন্দদের। সেই সাথে ১ ঘন্টার মার্কেটিং বক্তা হিসাবে থাকবেন ডিজিটাল মার্কেটার দেবোজিৎ দত্ত। আলোচানা অন্তে আগ্রহীদের সাথে কন্টাক্ট ফরম সাইন সহ আনুসঙ্গিক বিষয়াদি নিয়ে মত বিনিময় হবে।
বিস্তারিত আলাপের জন্য কল করুনঃ 01724-666717
Email *
আমদানী রপ্তানী এবং স্পেশাল ই-কমার্স মিটআপ
আপনার নাম *
আপনার  কন্টাক্ট ইমেইল আইডি *
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম *
বিজনেস ওয়েব সাইট বা ফেসবুক পেজ লিংক বা শোরুমের বিবরন
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা
মোবাইল নং *
হোয়াটস এ্যাপ মোবাইল নং
আপনি কি স্বল্প পরিমান ইন্ডয়ান পন্য আমদানী করতে চান? *
আপনার চাহিদা মোতাবেক পন্যের বিবরন দিন (বায়ার ইচ্ছামত পন্য আমদানীতে সহায়তা পাবে)
আপনি কি ধরনের পন্য রপ্তানী করতে পারবেন?
আমাদের সাথে ইনস্ট্যান্ট যে সব পন্য পেতে চান *
Required
এই মিটিং এ এন্ট্রি ফি মাত্র ৫০০ টাকা বিকাশ করতে হবে এই নং তে মার্চেন্ট ০১৭৬২-৮৩৫৩৫৪ এন্ট্রি ফি দেবার সর্বশেষ তারিখ ১৯ শে ডিসেম্বর। *
এন্ট্রি ফি প্রদানের নমুনা বিকাশ মার্চেন্ট
মিট আপ ব্যানারে স্পন্সর করতে চান কি? *
বিকাশ ট্রান্জেকশন নং
আপনার মতামত দিন এবং এন্ট্রি ফি সংক্রান্ত তথ্য দিন। *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy