ডেমো ই-অলিম্পিয়াড | সেকেন্ডারি
তুমি যে মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে অবশ্যই সেই মেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে। যে মেইলে আমরা তোমার উত্তরপত্র প্রেরণ করবো। এবং অন্যান্য নির্দেশনা প্রদান করবো।
Sign in to Google to save your progress. Learn more
Email *
প্রয়োজনে
ই-অলিম্পিয়াড চলাকালীন যে কোন সমস্যায় বিডিজেএসও-এর ফেইসবুক পেইজের (facebook.com/bdjso) ইনবক্সে যোগাযোগ করো।
নিবন্ধন পর্ব
নিম্নোক্ত তথ্যগুলো নিবন্ধন সংক্রান্ত তথ্য। এই তথ্যগুলো আবারও সঠিকভাবে পূরণ করো। এটি একটি ডেমো অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের অনুরূপ ই-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
Name (বাংলায়) *
Name (English) *
Date of Birth *
তোমার জন্ম ১ জানুয়ারি ২০০৩ এর পরে হলে তুমি এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। কিন্তু জন্ম তারিখ এর আগে হলে তুমি বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বয়সসীমা অতিক্রম করে ফেলেছ, এই ই-অলিম্পিয়াডের মাধ্যমে তুমি জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে না।
MM
/
DD
/
YYYY
Class *
Institution *
Mobile *
এ বছর বিডিজেএসও-এর কোনো আঞ্চলিক পর্বে অংশ নিয়ে কি তুমি বিজয়ী হয়েছ? *
আঞ্চলিক অলিম্পিয়াডের বিজয়ীদের লিস্ট দেখা যাবে bdjso.org/results এই ঠিকানায়।
অলিম্পিয়াড পর্ব নির্দেশনা
এই জায়গা থেকে শুরু হচ্ছে অলিম্পিয়াড পর্ব। অলিম্পিয়াডপর্বে প্রতিটি প্রশ্ন তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ প্রশ্নগুলো কোন অনুশীলনীমূলক প্রশ্ন নয়, সবগুলোই একটি করে সমস্যা। সমস্যার সমাধান করতে হবে খুব সাবধানতার সঙ্গে। সমস্যাগুলো ঠিকভাবে সমাধান করতে তুমি নিচের নির্দেশনা অনুসরণ করো।

তুমি এই সমস্যাগুলো সমাধানের জন্য যে কোন বই বা ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বা সূত্র জেনে সাহায্য নিতে পারো। তবে কোন ব্যক্তির কাছে সাহায্য নেওয়া যাবে না। সেক্ষেত্রে তা হবে অসাধুতা। আমরা তোমাকে পরামর্শ দিব আরেকটি ট্যাবে google.com ওয়েবসাইটটি খুলে নাও। সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য যাতে খুব সহজেই খুঁজে নিতে পারো।

সমস্যার সমাধানগুলো নির্ধারিত জায়গায় লিখতে হবে। সমাধান লেখার সময় বিশেষ কোন নির্দেশনা থাকলে তা অনুসরণ করতে হবে।

সুপারস্ক্রিপ্ট:
সমস্যার সমাধান লিখতে গিয়ে তোমার কোন সংখ্যায় পাওয়ার দিতে হতে পারে (অর্থাৎ সুপারস্ক্রিপ্ট ফর্মে লিখতে হতে পারে), যেমন তোমাকে লিখতে হতে পারে 5³। এক্ষেত্রে তুমি লিখতে পারো, 5^3। আরও উদহারণ: x^5 → x⁵,   x^2y^3 → x²y³।
এভাবে না লিখে কোন সংখ্যা পাওয়ার আকারে লিখতে চাইলে এই লিস্ট থেকে নিয়ে কপি করেও বসাতে পারো। সুপারস্ক্রিপ্ট লিস্ট: ⁰, ¹, ², ³, ⁴, ⁵, ⁶, ⁷, ⁸, ⁹, °(degree symbol), ⁺ (plus sign), ⁻(minus sign)।


সাবস্ক্রিপ্ট:
আবার কোন প্রশ্নের উত্তরে সাবস্ক্রিপট অর্থাৎ কোন একটি বর্ণ একটু নিচে লেখার প্রয়োজন পরতে পারে। যেমন পানির সংকেত, H₂O। এক্ষেত্রে লিখবে H_2O। আরও উদহারণ: U(C_8H_8)_2 → U(C₈H₈)₂, a_1 → a₁।
এভাবে না লিখে কোন সংখ্যা সাবস্ক্রিপ্ট আকারে লিখতে চাইলে এই লিস্ট থেকে নিয়ে কপি করেও বসাতে পারো। সাবস্ক্রিপ্ট লিস্ট: ₀, ₁, ₂, ₃, ₄, ₅, ₆, ₇, ₈, ₉।
সমস্যা সংক্রান্ত নির্দেশনা
তুমি যে কয়টি সমস্যা সমাধান করতে পারো সে কয়টির উত্তর সাবমিট করলেই হবে। প্রতিটি প্রশ্নের মান সমান। একবার সাবমিট করার পর যেহেতু তুমি তা সম্পাদনার সুযোগ পাবে আবারও, তাই তুমি যতবার ইচ্ছা চেষ্টা করে দেখতে পারো সময়ের মধ্যে। একবারে শেষ সময়ে এসে সব উত্তর একসাথে সাবমিট করার চেয়ে ১০ থেকে ১৫ মিনিট পর পর যে কয়টি সমস্যায় সমাধান করেছ তার উত্তর সাবমিট করলে ভালো হবে।

ভুল উত্তর প্রদানের জন্য কোন নম্বর কাটা যাবে না।
সময় সংক্রান্ত নির্দেশনা
পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। পরীক্ষা শুরু হবে ঠিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ৮:৪৫ মিনিটে পরীক্ষার সময় শেষ হবে। তাই তোমাকে অবশ্যই ৮:৪৫ টার মধ্যে উত্তর সাবমিট করে দিতে হবে।
সমস্যা ১
যেসব পদার্থকে ভৌত প্রক্রিয়ায় বিশ্লেষণ করা যায় তাদের মিশ্রণ আর যাদের যায় না তাদের বিশুদ্ধ পদার্থ বলে। নিনাদ ওর সামনে রাখা পাঁচটি  সাদা পাউডারের নমুনাকে (নমুনা A, B, C, D আর E যথাক্রমে) বিশ্লেষণ করে সেখানে দুটি মৌল সম্পর্কে নিশ্চিত হল, সোডিয়াম আর অক্সিজেন। নমুনায় আরও মৌল থাকতে পারে, নাও পারে। নমুনাগুলোতে অক্সিজেনের ভর হিসাবে শতকরা পরিমাণ যথাক্রমে 25.80%, 20.20%, 18.21%, 41.03% আর 20.54% পাওয়া গেল। নমুনাগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো  বিশুদ্ধ পদার্থ ছিল?
সমস্যা ২
রাফা-১১ নামক একটা স্পেসশিপ লুটেসিয়াস-৩ গ্রহের কক্ষপথে অবস্থান করে তার বায়ুমন্ডল (atmosphere) বিশ্লেষণ করে সেখানে কেবল ভারী মাত্রার নিকেল টেট্রাকার্বনাইল গ্যাস পেলো। রাফা-১১ থেকে একটা বেলুনের মধ্যে কিছু গ্যাস ভরে একটা স্পেসশাটলকে লুটেসিয়াস-৩ এর মাটিতে পাঠানোর ব্যবস্থা করা হল। বেলুনের ভেতরের গ্যাসটি পর্যায় সারণির (periodic table) 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর বিভিন্ন কম্বিনেশনে তৈরি ছিল। গ্যাসটির IUPAC নাম লিখো।
সমস্যা ৩
ইবরাহিম যৌগের সংকেত নিয়ে কাটাকুটি খেলার সময় একটা আয়নিক যৌগ নিলো যার সংকেত AᵤBᵥ এবং তাতে মোট ইলেক্ট্রন সংখ্যা 28 টি। সম্ভাব্য সবগুলো যৌগের IUPAC নাম লিখো।
সমস্যা ৪
ট্রাপিস্ট-1D গ্রহে একদল এলিয়েনের  বাস। ওই এলিয়েনদের একজন বিজ্ঞানী ফিহা। তাঁর নামে একটি তাপমাত্রা স্কেল প্রচলিত। ট্রাপিস্টের বিজ্ঞানীরা গবেষণার জন্য একটি পদার্থ পাঠালো যার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক লেখা ছিল যথাক্রমে 40 ফিহা ও 90 ফিহা। পৃথিবীতে ওই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাংক পাওয়া গেলো 15 ও 120 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের স্ফুটনাংক ফিহা এককে কত?
সমস্যা ৫
ছবির মত 2 টা কোণকের (cone) দুই মাথা (বড় মাথায় HCl ছোট মাথায় NH₃, বড় কোণকের ব্যাসার্ধ 1 cm ও দৈর্ঘ্য 4 cm আর ছোট কোণকের ব্যাসার্ধ 0.50 cm ও দৈর্ঘ্য 2 cm) থেকে দুইটা গ্যাস ব্যাপিত (diffused) হতে দেয়া হল। গ্যাস দুটির ব্যাপন হার এদের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্যাস দুটি বড় কোনকের মাথা থেকে কত দূরে মিলিত হবে? তোমার উত্তর cm এককে দশমিকের পর দুই ঘর পর্যন্ত লিখো। (ব্যাপন হার = একক সময়ের প্রবাহিত গ্যাসের আয়তন।)
Captionless Image
সমস্যা ৬
কবির চৌধুরী আলফা সেন্টরাই তারার গ্রহ থেকে ভয়ংকর একধরনের ব্যাকটেরিয়া নিয়ে এসেছে। ব্যাকটেরিয়াগুলো রাখা আছে A, B, C, D, E, F, G ও H চিহ্নিত আটটি ড্রামে। মাসুদ রানা জানতে পারল সাউন্ড গান দিয়ে নির্দিষ্ট কম্পাংকের (frequency) শব্দ ছুড়লে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। মাসুদ রানার কাছে মাত্র একটা  সাউন্ড গান আছে। ওই সাউন্ড গান দিয়ে A ড্রামের সবগুলো ব্যাকটেরিয়া মেরে ফেলার পর মাসুদ রানা জানতে পারল প্রতিটা ড্রাম আলাদা আলাদা গ্যাসে পূর্ণ। পরীক্ষা করে প্রতিটা গ্যাসের ঘনত্ব (density) পাওয়া গেলো যথাক্রমে, 4.0, 4.2, 3,6, 4.3, 4.8, 3.2, 5.0, 3.1 (সবগুলোর একক Kg/m3)।  মাসুদ রানা কোন কোন ড্রামের ব্যাকটেরিয়া মারতে পারবে? সাউন্ড গানের কম্পাঙ্ক 600 Hz। A ড্রামে শব্দের বেগ 500 m/s। উল্লেখ্য, সাধারণ অবস্থায় গ্যাসের ঘনত্ব বৃদ্ধির সাথে শব্দের বেগ কমে। ড্রামগুলোর গ্যাসের মধ্যে সাউন্ডগান দিয়ে উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য (wavelength) যথাক্রমে, 4.3 m, 3.2 m, 5.6 m, 3.4 m, 4.5 m, 4.2 m, 3.9 m ও 4.1 m।
সমস্যা ৭
একটা জলপ্রপাতের 600 m উঁচু থেকে প্রতি সেকেন্ডে 6000 Kg পানি পড়ছে। নিচে পড়ার পর বিভব শক্তির 70% তাপে পরিণত হলে নিচের পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। এই ঘটনায় পানি নিচ থেকে উপরে উঠলে পানির তাপমাত্রা কত কমতো?
সমস্যা ৮
X ও Y দুটি ব্যাকটেরিয়ার DNA নিয়ে পিসিআর মেশিনে বিশ্লেষণ করার পর দেখা গেলো X ব্যাকটেরিয়ার DNA তে 67% A-T পাওয়া গেলো। Y ব্যাকটেরিয়াতে 64% G-C পাওয়া গেলো। এই ব্যাকটেরিয়ার একটি আনা হয়েছে সাইবেরিয়া থেকে, অন্যটা নেওয়া হয়েছে জাপানের হট স্প্রিং থেকে। উভয় ব্যাকটেরিয়াতেই A:T = 1 এবং C:G = 1 হলে কোন ব্যাকটেরিয়াটি জাপানের হট স্প্রিং থেকে নেয়া হয়েছে?
সমস্যা ৯
একটা ডিঙ্গি নৌকা পানিতে ভাসছিল। নৌকার তলায় একটি ফুটো তৈরী হওয়ায় নৌকাটা পানিতে ডুবু ডুবু হয়ে ভাসতে লাগলো। নৌকার ভর 160 Kg এবং দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে 2 m ও 1 m । নৌকার পদার্থের ঘনত্ব কত। ধরে নাও নৌকাটা সমুদ্রে ছিল এবং সমুদ্রের পানি সোডিয়াম ক্লোরাইড দ্বারা সম্পৃক্ত (saturated) ছিল।
সমস্যা ১০
পিয়াল একটি গড়ি বানিয়েছে। ঢাকা-কুমিল্লা সোজা রাস্তায় ঘর্ষণ  বলের (frictional force) বাধা অতিক্রম করে গাড়িটি 3 m/s² ত্বরণ সৃষ্টি করতে পারে। এ সময় প্রতি সেকেন্ডে 100 mL জ্বালানী খরচ হয়। 1 L জ্বালানী দিয়ে গাড়িটি চালিয়ে পিয়াল সর্বোচ্চ কত দূরত্ব যেতে পারবে? রাস্তা ও চাকার মধ্যে উৎপন্ন ঘর্ষণ বল 2 N এবং পিয়ালের গাড়ির ভর পিয়াল সহ 100 Kg।
সমস্যা ১১
অনুকূল তাপমাত্রায় বাঁশ গাছের কান্ড প্রতিদিন 0.3 m হারে বৃদ্ধি পায়। যদি বাঁশের কান্ডগুলো সেলুলোজ তন্তু দিয়ে তৈরি হয় এবং কান্ডে বৃদ্ধির দিক ও তন্তুর বৃদ্ধির দিক একই হয়, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো গ্লুকোজ বৃদ্ধিপ্রাপ্ত সেলুলোজ তন্তুর সাথে যুক্ত হবে? (সেলুলোজে প্রতিটি D-গ্লুকোজ অণু 0.5 nm দৈর্ঘ্যের হয়ে থাকে।)
সমস্যা ১২
E. coli   এর একটি কালচার মিডিয়ামে ¹⁵NH₄Cl দেয়া ছিলো। পরবর্তীতে ঐ মিডিয়ামে ¹⁵NH₄Cl পুরোপুরি সরিয়ে ¹⁴NH₄Cl দেয়া হলো। ৩ প্রজন্ম পর DNA (¹⁴N - ¹⁵N) এবং DNA(¹⁴N - ¹⁴N) এর অনুপাত কত হবে? [DNA(¹⁴N - ¹⁵N) বলতে DNA এর একটি সূত্রকে ¹⁴N এবং পার্শ্ববর্তী সূত্রকে  ¹⁵N আছে বোঝায়।]
এই ই-অলিম্পিয়াড সম্পর্কে তোমার কোন মন্তব্য থাকলে জানাও।
উত্তরপত্র জমাদান বিষয়ক নির্দেশনা
উপরের সমস্যাগুলোর মধ্য হতে যে কয়টি সমস্যার সমাধান তুমি করতে পেরেছ তার উত্তর নির্ধারিত জায়গায় লিখে দাও। তারপর অন্য সমস্যা সমাধানের চেষ্টার আগে একবার সাবমিট করে দাও। কারণ সাবমিট করলেই তুমি আবারও তোমার উত্তর সম্পাদনার সুযোগ পাবে। আর ভুল উত্তরে যেহেতু কোন নাম্বার নাই, তাই যতবার ইচ্ছা চেষ্টা করো।

সাবমিট করতে নিচের "রিক্যাপচাটি" তোমাকে পূরণ করতে হবে। রিক্যাপচার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে এই ই-অলিম্পিয়াড কোন একজন রক্ত-মাংসের মানুষ দিচ্ছে, কোন রোবট নয়। রিক্যাপচাটি পূরণ করতে "I'm not a robot" লেখার পাশের বক্সে ক্লিক করো। এতে রিক্যাপচা সম্পন্ন না হলে স্ক্রিনে যে নির্দেশনা ভেসে ওঠে তা অনুসরণ করো। রিক্যাপচা সম্পন্ন হলে অর্থাৎ তুমি রোবট নয় প্রমাণিত হলে Submit বাটনে ক্লিক করো।

রাত ৮:৪৫ বাজলেই তুমি আর উত্তর প্রদানের সুযোগ পাবে না, তাই তার পূর্বেই উত্তর সাবমিট করে দাও। ভয়ের কিছু নেই, তুমি ডেমো ই-অলিম্পিয়াড শেষ না হওয়া পর্যন্ত বারবার তোমার উত্তর সম্পাদনার সুযোগ পাবে।
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy